বসানো হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৩২তম স্প্যান

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:১৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২০
- / ১৫৬৭ বার পড়া হয়েছে
বসানো হয়েছে পদ্মা সেতুর মাওয়া প্রান্তের ৩২তম স্প্যান। এতে দৃশ্যমান হলো সেতুর প্রায় ৫ কিলোমিটার।
মহামারি করোনার মধ্যেও থেমে নেই পদ্মা সেতু প্রকল্পের কাজ। সেতুটির ৪ ও ৫ নম্বর খুঁটির ওপর স্থাপন করা হয়েছে ৩২তম স্প্যান। ৩১তম স্প্যানটি বসানো হয়েছিল ৪ মাস পর। এটি বসানোর পর মূল সেতুর অবকাঠামোর দৈর্ঘ্য দাঁড়াল ৪ হাজার ৮০০ মিটার। গত আগস্ট-সেপ্টেম্বর মাসে ৫টি স্প্যান খুঁটির ওপর বসানোর লক্ষ্য ছিল। তবে মাওয়া প্রান্তের মূল পদ্মায় প্রচণ্ড স্রোত থাকায় একটি স্প্যানও বসানো সম্ভব হয়নি। এখন পদ্মায় বন্যার পানি কমে যাওয়ার সঙ্গে সঙ্গে স্রোতের তীব্রতাও স্বাভাবিক গতিতে ফিরেছে। ফলে পদ্মা সেতুর নির্মাণ কাজেও গতি ফিরেছে।