বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ ইন্তেকাল করেছেন
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২৮:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জুলাই ২০২১
- / ১৬৩৫ বার পড়া হয়েছে
কুমিল্লার চান্দিনা থেকে পাঁচবার নির্বাচিত সংসদ সদস্য ও সাবেক ডেপুটি স্পিকার- বর্ষীয়ান আওয়ামী লীগ নেতা অধ্যাপক আলী আশরাফ ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বিকেল সাড়ে ৩টায় ঢাকার স্কয়ার হাসপাতালে ইন্তেকাল করেন তিনি। তার বয়স হয়েছিল ৭৪ বছর। আলী আশরাফ ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি। ১৯৭০ থেকে এযাবৎ ৫ বার এমপি নির্বাচিত হন তিনি। স্বতন্ত্র হিসেবে একবার এবং আওয়ামী লীগ থেকে ৪ বার এমপি নির্বাচিত হন। ২০০০ সালে ডেপুটি স্পিকারের দায়িত্ব পালন করেন। এছাড়া তিনি আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক অর্থ ও পরিকল্পনা সম্পাদকের দায়িত্ব পালন করেন। প্রবীণ এই নেতার ইন্তেকালে কুমিল্লার চান্দিনায় শোকের ছায়া নেমে এসেছে।




















