বর্ষা আসলেই পাহাড় ধসের আতংকে থাকেন পাহাড়ের বসবাসকারীরা

- আপডেট সময় : ০২:২৮:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৫ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বর্ষা আসলেই পাহাড় ধসের আতংকে থাকেন পাহাড়ের বসবাসকারীরা। ঝুঁকি জেনেও বাধ্য হয়ে বসবাস করতে হয় তাদের। এই সময়ে প্রশাসনের তোড়জোড় দেখা যায়। বর্ষা চলে গেলে ঝুঁকিতে বসবাস করা এসব লোকজনের কথা ভুলে যায় সবাই।
প্রতি বছর বর্ষা এলেই টানা বৃষ্টিতে খাগড়াছড়িতে বিভিন্ন স্থানে ঘটে ছোট বড় পাহাড় ধসের ঘটনা। ঝুঁকি জেনেও পাহাড়ের উপরে, নিচে বা পাদদেশে বসবাস করছে প্রায় সাড়ে ৩ হাজার ৫শ’ পরিবার । স্থানীয়রা বলছে মাথা গোজার জায়গা না পেয়ে বাধ্য হয়েই ঝুঁকি নিয়ে বসবাস করছেন তারা।
ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসরতদের সর্তক থাকার পাশাপাশি ভারী বর্ষণের সময় নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দিয়েছেন মেয়র।
এদিকে পাহাড় ধস রোধে স্থায়ী পদক্ষেপ হিসেবে পাহাড় কাটা বন্ধের আইন প্রয়োগ করার অনুরোধ করেছেন খাগড়াছড়ি পরিবেশ সুরক্ষা আন্দোলনের সভাপতি প্রদীপ চৌধুরী।
অসাধু চক্র একে পর এক পাহাড় কাটছে। ফলে ঝুঁকিপূর্ন হয়ে উঠেছে মানুষের জীবন। এখন আইন প্রয়োগের কথা বলছেন জেলা প্রশাসক।
ঝুকিতে বসবাসকারীদের স্থায়ী আবাসনের ব্যবস্থা করতে সরকারকে দ্রুত প্রদক্ষেপ নেয়ার তাগিদ দিয়েছেন সচেতন মহল।