বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখ তারকা
- আপডেট সময় : ০৮:০৭:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৬৫ বার পড়া হয়েছে
ফিফা দ্য বেস্ট পেলেন রবার্ট লেভানদোস্কি। মেসি-রোনালদোকে পেছনে ফেলে বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন বায়ার্ন মিউনিখ তারকা। চ্যাম্পিয়ন্স লিগসহ বায়ার্নকে ট্রেবল জেতানোর স্বীকৃতিতে এমন সম্মননা পোলিশ স্ট্রাইকারের। এদিকে, টানা দ্বিতীয়বার বষর্সেরা কোচ জার্গেন ক্লপ আর সেরা নারী ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ।
ছয় বারের সেরা মেসি নাকি ৫ বারের ফিফা দ্যা বেস্ট জয়ী রোনালদো–নাকি এ দুজনকেই ছাড়িয়ে গেলো মৌসুমে পারফরম্যান্সের ভিত্তিতে ফিফার বর্ষসেরা ফুটবলার হতে যাচ্ছেন রবার্ট লেভানদোস্কি। যারা ফুটবলে সম্পর্কে নূন্যতম ধারনা রাখেন। তারা হয়তো আগেই অনুমান করেছিলেন মেসি-রোনালদোকে ছাড়িয়ে ফিফা দ্যা বেস্ট জিতবেন বায়ার্ন মিউনিখ তারকা। হলোও তাই।
প্রথমবারের মত ফিফা দ্যা বেস্ট অ্যওয়ার্ড জিতলেন বায়ার্ন ও পোলিশ স্ট্রাইকার। নিজ হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়ে স্বয়ং ফিফা সভাপতি চমকে দিলেন লেভানদোস্কিকে।
জার্মান লিগ আর চ্যাম্পিয়্ন্স লিগের সর্বোচ্চ গোল দাতা, বায়ার্নের ট্রেবল জয়ের নায়ক, সবমিলিয়ে মৌসুমে ৪৭ ম্যাচে ৫৫ গোল পোলিশ ফরোয়ার্ডের। যার প্রাপ্তি বর্ষসেরা ট্রফি।
লেভানদোস্কি ছাড়াও বায়ার্নের সাফল্যের নেপথ্য কারিগর আরেকজন। তিনি হ্যান্সি ফ্লিক। কিন্তু সবাইকে অবাক করে টানা দ্বিতীয় বারের মত বর্ষসেরা কোচের পুরস্কার জিতে নিলেন লিভারপুল বস জার্গেন ক্লপ। ত্রিশ বছর পর লিগ শিরোপা জয়ের স্বীকৃতি পেলেন অলরেড বস।
বর্ষসেরা গোলরক্ষকের অ্যাওয়ার্ড পুনরূদ্ধার করেছেন লেভানদোস্কির সতীর্থ ম্যানুয়েল ন্যয়ার। সন হিউং মিন জিতেছেন বর্ষসেরা গোলের পুস্কাস অ্যাওয়ার্ড।
এছাড়াও টানা তৃতীয় বারের মত বর্ষসেরা নারী ফুটবলার নির্বাচিত হয়েছেন ম্যানসিটি ডিফেন্ডার লুসি ব্রোঞ্জ।
করোনায় সুইজারল্যান্ডের জুরিখে অনুষ্ঠান হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে। যেখানে না থেকেও ছিলেন দুই ফুটবল কিংবদন্তী দিয়েগো ম্যারাডোনা ও পাওলো রসি। প্রয়াত এ দু ফুটবল গ্রেটকে স্মরণ করতে ভোলেনি ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।



















