বর্তমান সরকার দেশকে দোজখে পরিণত করেছে : জিএম কাদের

- আপডেট সময় : ০৬:০৩:০১ অপরাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৯০ বার পড়া হয়েছে
বর্তমান সরকার দেশকে দোজখে পরিণত করেছে। তাদের সমালোচনা করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে চট্টগ্রামে পার্টির প্রয়াত মহাসচিব জিয়া উদ্দিন বাবলুর স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনগন সরকারের প্রতি আস্থা হারিয়েছে দাবি করে দলের শীর্ষ নেতারা বলেন, তাই সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে পারলে, আগামীতে জাতীয় পার্টিই ক্ষমতায় আসবে বলে আশার কথা জানান দলটির সিনিয়র নেতারা।
দলীয় কর্মসুচী পালন করতে গিয়ে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করা জাতীয় পার্টির প্রয়াত মহাসচিব জিয়া উদ্দিন বাবলুর স্মরণে এই সভার আয়োজন করেছে চট্টগ্রাম উত্তর জেলা জাতীয় পার্টি। এতে প্রধান অতিথি দলটির চেয়ারম্যান জি এম কাদের এমপি।
শীর্ষ নেতারা বলেন, কথায় কথায় যারা গণতন্ত্রের ছবক দেন, ক্ষমতায় গিয়ে তারাই ক্ষমতাকে কুক্ষিগত করতে চান। তারা বলেন, ক্ষমতা হারিয়ে বিএনপি ও আওয়ামী লীগ বহু ভাগে ভাগ হলেও জাতীয় পার্টি ভালো অবস্থানে রয়েছে।
চেয়ারম্যানের দাবি, গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছে জাতীয় পার্টি। তিনি বলেন, মিয়ানমার ইস্যুতে সরকারের নতজানু পররাষ্ট্রনীতির কারণে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব আজ হুমকির মুখে।
দেশের সবখানে দুর্নীতি আর অরাজকতা চলছে উল্লেখ করে এসবের বিরুদ্ধে প্রতিটি নাগরিকের গর্জে ওঠার আহবানও জানান জিএম কাদের।