বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে : তথ্যমন্ত্রী
																
								
							
                                - আপডেট সময় : ০৯:৪৬:৪০ অপরাহ্ন, রবিবার, ১০ সেপ্টেম্বর ২০২৩
 - / ২১৪৮ বার পড়া হয়েছে
 
প্রধানমন্ত্রীর সঙ্গে বাইডেনের সেলফির মাধ্যমে প্রমাণিত হয়েছে- বর্তমান সরকারের সাথে যুক্তরাষ্ট্রের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। এ মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ। তথ্য মন্ত্রণালয়ের সভা কক্ষে এক অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।
ছবি অনেক কথা বলে জানিয়ে তথ্যমন্ত্রী বলেন, এর মাধ্যমে সম্পর্কের প্রতিফলন ঘটেছে এবং আগামী দিনে ঘনিষ্ঠ সম্পর্কের বার্তা দিচ্ছে। জি-২০র সদস্য না হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ভারতে আমন্ত্রণ জানানো হয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফলপ্রসূ আলোচনা হয়েছে বলেও জানান তথ্যমন্ত্রী। ড. হাছান মাহমুদ বলেন, বিদেশী বন্ধুদের আগমনে প্রমাণিত হয় আওয়ামী লীগের সাথে বিশ্ব নেতাদের সুসম্পর্ক রয়েছে। মার্কিন ভিসা পেতেই সাবেক ডেপুটি অ্যাটর্নি জেনারেল এমরান আহমেদ দূতাবাসে আশ্রয় নেন বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী।
																			
																		














