বর্তমান মন্ত্রিপরিষদ সচিবকে আরও ২ বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০২:৩৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৮ ডিসেম্বর ২০২০
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বর্তমান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলামকে আরও দুই বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। আজ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপনে বলা হয় ১৬ ডিসেম্বর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছর উনি চুক্তিভিত্তিক নিয়োগ বহাল থাকবে। তিনি বর্তমানে প্রথম মেয়াদে চুক্তিভিত্তিক নিয়োগে মন্ত্রিপরিষদ সচিব হিসেবে কর্মরত রয়েছেন। আগামী ১৫ ডিসেম্বর এর মেয়াদ শেষ হবে। এর আগে তিনি সেতু বিভাগের সচিবের দায়িত্বে ছিলেন। খন্দকার আনোয়ারুল ইসলাম ১৯৮৩ সালে বাংলাদেশ সিভিল সার্ভিসে যোগ দেন। তিনি কেন্দ্রীয় ও মাঠ প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেছেন। তিনি মাঠ প্রশাসনে উপজেলা ম্যাজিস্ট্রেট, উপজেলা নির্বাহী অফিসার, অতিরিক্ত জেলা প্রশাসক, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেছেন।