বরিশাল মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজারেরও বেশি পিপিই সরবরাহ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:০১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৮ মার্চ ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে এক হাজারেরও বেশি পার্সোনাল প্রোটেকশন ইকুইপমেন্ট বা পিপিই সরবরাহ করা হয়েছে।
হাসপাতালের পরিচালক ডা: বাকির হোসেন জানান, স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে মোট ১ হাজার ১শ’ ৭০টি পিপিই সরবরাহ করা হয়েছে। সকাল থেকে এগুলো কর্তব্যরত চিকিৎসক ও নার্সদের কাছে পৌছে দেয়া হচ্ছে। এছাড়া সব ধরনের পরিবহন বন্ধ থাকায় জেলা প্রশাসনের মাধ্যমে চিকিৎসকদের জন্য ব্যবস্থা করা হয়েছে দুটি বাস। হাসপাতালে কর্মরত ডাক্তার-নার্সসহ অন্যান্যরা জানান, এতদিন স্বাস্থ্য ঝুঁকি নিয়ে তারা দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পিপিই পাওয়ায় স্বাচ্ছন্দ্যে দায়িত্ব পালন করতে পারবেন তারা। পিপিই ব্যবহার করা অবস্থায় ঝুঁকি হ্রাস পাওয়ায় রোগীকে তারা আরো ভালো সেবা দিতে পারবেন।