বরিশাল নেত্রকোনা ও মাদারীপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন
- আপডেট সময় : ০৫:৫০:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ মার্চ ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
বরিশাল, নেত্রকোনা ও মাদারীপুরে বিভিন্ন দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বরিশালে লেখক মোশতাক আহমেদের হত্যার সুষ্ঠু তদন্ত এবং কার্টুনিষ্ট কিশোরের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারসহ ডিজিটাল কালো আইন বাতিলের দাবিতে বরিশালে সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা বলেন, মানুষের জীবনের নিরাপত্তা দেয়ার নামে সরকার নিজেদের রক্ষায় আইনের মারপ্যাঁচে পুলিশকে ব্যবহার করে মানুষের বাক স্বাধীনতা হরণসহ তাদের হত্যা করছে।
শিল্প বাঁচাও, শ্রমিক বাঁচাও- এই শ্লোগানে বিড়ির উপর শুল্ক প্রত্যাহার ও বৈষম্যমূলক শুল্কনীতির প্রতিবাদে নেত্রকোনায় বিড়ি শ্রমিকদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। এসময় বক্তারা বিড়ির উপর শুল্ক প্রত্যাহার করে বৈষম্যমূলক শুল্কনীতির তীব্র প্রতিবাদ জানান।
মাদারীপুরে সাইদুল ইসলাম সাঈদকে ভুইয়াকে নির্মমভাবে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী। ব্যানার, ফেস্টুন হাতে এলাকার দুই শতাধিক মানুষ এতে অংশ। এসময় বক্তারা সাঈদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।























