বরিশালে লঞ্চের ছাদ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৮১৩ বার পড়া হয়েছে
বরিশালে লঞ্চের ছাদ থেকে যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে।
ঢাকা থেকে বরিশালগামী একটি লঞ্চের ছাদ থেকে এক যুবকের ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়েছে। কে বা কারা তাকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। রাতেই সুন্দরবন-১১ লঞ্চের ছাদে তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। নিহত শামীম হাওলাদার ঝালকাঠি জেলার নলসিটি উপজেলার কুপিলা গ্রামের খালেক হাওলাদার ছেলে। সে ঢাকার একটি পোষাক কারখানার কাজ করতো। এদিকে, অপরাধীদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ।