বরিশালে বিএনপি’র উদ্যোগে ‘করোনা হেল্প ডেস্ক’ উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৩:২৬ অপরাহ্ন, সোমবার, ১৯ জুলাই ২০২১
- / ১৫৫২ বার পড়া হয়েছে
বরিশালে বিএনপি’র উদ্যোগে ‘করোনা হেল্প ডেস্ক’ চালু করা হয়েছে।
বেলা সাড়ে ১১টায় নগরীর দলীয় কার্যালয়ে হেল্প ডেস্কের উদ্বোধন করেন বিএনপি’র যুগ্ম মহাসচিব ও সাবেক মেয়র মজিবর রহমান সরোয়ার। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে তিনি বলেন, বর্তমানে আমলাতান্ত্রিক সরকার দেশ পরিচালনার ক্ষেত্রে জনপ্রতিনিধিদের মূল্যায়ন করছে না। সরকার করোনা মোকাবেলার নামে স্বাস্থ্যখাতে কোটি কোটি টাকার দুর্নীতি করছে বলে অভিযোগ করেন তিনি। এসময় ১০টি অক্সিজেন সিলিন্ডার, হ্যান্ড স্যানিটাইজার, মাক্স, ওষুধসহ বিভিন্ন সুরক্ষা সামগ্রী দিয়ে মহানগর বিএনপি করোনা রোগীদের সেবা কার্যক্রম শুরু হয়েছে।