বরিশালে বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত

এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৩২:৪০ অপরাহ্ন, শুক্রবার, ২৯ সেপ্টেম্বর ২০২৩
- / ১৮২৩ বার পড়া হয়েছে
বরিশাল নগরীর পশ্চিম কাউনিয়ায় বালুবাহী ট্রাকের ধাক্কায় দুই শ্রমিক নিহত হয়েছেন। গভীর রাতে পশ্চিম কাউনিয়ার হাজেরা খাতুন স্কুল সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ভোলার বাসিন্দা ইউনুস ও নগরীর বিসিক এলাকার বাসিন্দা হাবিব। দুজনই বালুর ভরাটের কাজ করতেন। বিষয়টি নিশ্চিত করে কাউনিয়া থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহত দুই শ্রমিকের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপালে পাঠানো হয়েছে। ঘটনার পর ট্রাক ফেলে চালক পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা যায়নি। তবে ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে।