বরিশালে ঠান্ডাজনিত নানা রোগী আশঙ্কাজনক হারে বাড়ছে
- আপডেট সময় : ০৫:০৭:৪১ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
- / ১৫১০ বার পড়া হয়েছে
শীতের শুরুতেই বরিশালে নিউমোনিয়াসহ ঠান্ডাজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যা আশঙ্কাজনক হারে বাড়ছে শিশুদের। হাসপাতালগুলোতে শয্যার তুলনায় রোগীর চাপ কয়েকগুণ বেড়ে গেছে। বাধ্য হয়ে অনেক শিশুকে মেঝে ও বারান্দায় রেখেই চিকিৎসা দিতে হচ্ছে।
বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের শিশু ওয়ার্ডে গেল এক মাসের তুলনায় চলতি মাসে নিউমোনিয়ায় আক্রান্ত শিশুর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ওয়ার্ডে ভর্তি বেশিরভাগ শিশুই নিউমোনিয়া, জ্বর, ঠান্ডা ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছে।
সরকারি হিসেবে শিশু ওয়ার্ডে শয্যা রয়েছে মাত্র ৪১টি। অথচ প্রতিদিন এখানে ভর্তি হচ্ছে চার শতাধিক শিশু। এর মধ্যে প্রায় ৫০ শতাংশই ঠান্ডাজনিত রোগে আক্রান্ত। ফলে সিট সংকটে হাসপাতালের বারান্দা ও মেঝেতে চিকিৎসা নিতে হচ্ছে । কোথাও কোথাও একই বেডে দুই কিংবা তারও বেশি রোগীকে থাকতে দেখা যাচ্ছে।
দীর্ঘদিন ধরে চিকিৎসক সংকট থাকলেও বাড়তি রোগীর চাপ সামাল দিয়ে সব ধরনের সেবা দেয়া হচ্ছে বলে দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।
হঠাৎ করে ঠান্ডাটা বাড়াতে নিউমোনিয়ায় আক্রান্তের সংখ্যা অনেক বেড়ে গেছে। তাই অভিভাবকদের সচেতনতার ওপর গুরুত্ব দিয়েছেন চিকিৎসক।
হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, শিশুদের জন্য আলাদা ভবনের কাজ চলমান। কাজ শেষ হলে সংকট দূর করা’সহ সেবার মান আরও বাড়ানো যাবে।





















