বরগুনায় পিস্তল ও গুলিসহ এক ব্যক্তি আটক

- আপডেট সময় : ০২:০৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ এপ্রিল ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
বরগুনায় পিস্তল ও গুলিসহ এক ব্যক্তিকে আটক করেছে বরগুনা গোয়েন্দা পুলিশ।
গেলরাতে সদর উপজেলার গৌরীচন্না ইউনিয়নের দক্ষিণ খাজুরতলা এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ও গুলিসহ রিপন নামে একজনকে আটক করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল বাশার জানান, প্রাপ্ত তথ্যের ভিত্তিতে তাঁর নেতৃত্বে গোয়েন্দা পুলিশের দল খাজুরতলা এলাকার শাহজাহান মিয়ার বাসায় অভিযান চালিযে রিপনকে আটক করা হয়। এসময় তল্লাশী চালিয়ে তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। ওসি আরো জানান, আটককৃত রিপন খাজুরতলা এলাকার শাহজাহান মিয়ার বাসায় ভাড়া থাকতেন। তার স্থানীয় ঠিকানা বরগুনার আমতলী পৌর শহরের ৫ নং ওয়ার্ডের সবুজবাগ এলাকার মৃত কালু ফকিরের ছেলে। অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী হাসান জানান, রিপনের বিরুদ্ধে ও পারিবারিক আইনে আগের একটি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র রাখার অভিযোগে তার বিরুদ্ধে বরগুনা সদর থানায় মামলা করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।