বরগুনায় জুয়াড়ীদের পিটুনীতে নিহত ১, আহত ১৫ জন

- আপডেট সময় : ০৫:১০:০৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
- / ১৬০৫ বার পড়া হয়েছে
বরগুনায় জুয়াড়ীদের পিটুনীতে সাইফুল ইসলাম সবুজ নামে এক যুবক নিহত হয়েছে। আহত ১৫ জন।
এলাকাবাসীরা জানান, করোনায় ঘরে থাকার নিষেধাজ্ঞা অমান্য করে ঢলুয়া ইউনিয়নের পশ্চিম রায়ভোগ গ্রামের অতুল হাওলাদারের বাড়ির পুকুর পাড়ে বুধবার দুপুরে জুয়া খেলছিল ৪ যুবক। বরগুনা থানার এসআই হেলালের নেতৃত্বে পুলিশ গিয়ে ঘটনাস্থল থেকে ঐ চার জনকে ইউএনও অফিসে নিয়ে আসেন। বুধবার বিকেলে বরগুনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুমা আক্তার ভ্রাম্যমান আদালত বসিয়ে করোনায় ঘরে থাকার নিষেধাজ্ঞা অমান্য করে আড্ডা দেবার অভিযোগে তাদেরকে সাড়ে ৩ হাজার টাকা জরিমানা ও মুচলেকা রেখে ছেড়ে দেয়। তারা এলাকায় ফিরে গিয়ে সন্ধ্যার পরে পুলিশে খবর জানানোর অভিযোগে তুলে এলাকার লোকজনকে পিটানো শুরু করে। তাদের পিটুনীতে সাইফুল ইসলাম সবুজ মারাত্মক আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়ে। আহত অবস্থায় বরগুনার জেনারেল হাসপাতালে নেয়ার পথে সবুজ মারা যায়।