বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ
																
								
							
                                - আপডেট সময় : ০১:০১:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২০
 - / ১৭৩৫ বার পড়া হয়েছে
 
বরগুনার রিফাত হত্যা মামলার অপ্রাপ্তবয়স্ক ১৪ আসামির রায় আজ। বরগুনা শিশু আদালতের বিচারক হাফিজুর রহমান এ রায় ঘোষণা করবেন। কারাগারে থাকা অপ্রাপ্ত বয়স্ক ৬ আসামিকে আদালতে হাজির করেছে পুলিশ।
সকাল সাড়ে ৯টায় কঠোর নিরাপত্তায় প্রিজন ভ্যানে আসামিদের আদালতে নিয়ে আসা হয়। এর আগে বিভিন্ন সময়ে স্বজনদের সাথে আদালতে হাজির হয়েছে এ মামলায় জামিনে থাকা ৮ অপ্রাপ্তবয়স্ক আসামি। আদালতের অনুমতি নিয়ে আর কিছুক্ষণ পরেই আসামিদের জেলা শিশু আদালতের কাঠগড়ায় হাজির করা হবে। এরপরই মামলার রায় পড়ার শুরু হবে বলে জানিয়েছেন আদালতে নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তারা।মামলার রায় শুনতে আদালতে রিফাতের পরিবারের সদস্যরা ছাড়াও মামলার আইনজীবী ও আসামিদের স্বজনরাও হাজির হয়েছে। আদালত চত্বরে কড়া নিরাপত্তার মধ্যেও উৎসুক মানুষের ভিড় লক্ষ করা যাচ্ছে। গত ১৪ অক্টোবর এ মামলার দুই পক্ষের যুক্তিতর্কের শুনানি শেষে বরগুনার শিশু আদালতের বিচারক মোঃ হাফিজুর রহমান রায়ের জন্য আজ দিন ধার্য করেন।
																			
																		














