বন্যা পরিস্থিতিতে এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৪০:২১ অপরাহ্ন, শুক্রবার, ১৭ জুন ২০২২
- / ১৬২৪ বার পড়া হয়েছে
এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষামন্ত্রণালয়।
সারাদেশে বন্যা পরিস্থিতির অবনতি ঘটছে। ঢাকা ছাড়া পূর্বাঞ্চল ও উত্তরাঞ্চলের বেশিরভাগ জেলার-উপজেলার স্কুলে পানি ঢুকে পড়েছে। এ অবস্থায় এসএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ঘোষণা করেছে শিক্ষামন্ত্রণালয়। এক বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয় জানায়, দেশের সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হওয়ায় আগামী ১৯ জুন থেকে শুরু হতে যাওয়া সকল শিক্ষা বোর্ডের এসএসসি জেনারেল, এসএসসি ভোকেশনাল এবং দাখিল পরীক্ষা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরে জানানো হবে। এদিকে, বন্যা পরিস্থিতি অবনতিতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ক্লাস-পরীক্ষা আগামী ২৫ জুন বন্ধ ঘোষণা করা হয়েছে।






















