বন্যায় রাস্তা-ঘাটসহ অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনঃনির্মাণে স্থানীয় সরকার মন্ত্রীকে পদক্ষেপ নেয়ার আহ্বান

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৩২:০২ অপরাহ্ন, সোমবার, ২৭ জুন ২০২২
- / ১৫৮৪ বার পড়া হয়েছে
বন্যা পরবর্তী রাস্তা-ঘাটসহ অবকাঠামোর যে ক্ষয়ক্ষতি হয়েছে তা পুনঃনির্মাণে স্থানীয় সরকার মন্ত্রীকে পদক্ষেপ নেয়ার আহ্বান জানিয়েছেন পরিকল্পনা মন্ত্রী এম. এ. মান্নান। একাদশ জাতীয় সংসদের অষ্টম অধিবেশনে বাজেট আলোচনায় তিনি এ আহ্বান জানান।
অধিবেশনে বিএনপির সংসদ সদস্য হারুনুর রশীদ অভিযোগ করেন, তার নির্বাচনী এলাকায় বিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপনে বাধা প্রদান করা হয়েছে। যা একজন সংসদ সদস্যের বিশেষ অধিকার খর্বের শামিল। দুর্যোগ প্রতিমন্ত্রী ডাঃ মোঃ এনামুর রহমান সংসদে বলেন, বিএনপি শুধু সরকারের সমালোচনায় ব্যস্ত। বন্যায় বিএনপি নেতাদের কোন সহায়তা প্রদান করতে দেখা যায়নি। বন্যা পরিস্থিতি মোকাবিলায় সরকার সময়মতো সব ধরনের পদক্ষেপ নিয়েছে।