বন্ধ হয়ে গেছে পাঁচ কোটি টাকার ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট

- আপডেট সময় : ০৫:৪২:২১ অপরাহ্ন, বুধবার, ৩০ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
খুলনার নতুন বাজারে স্থাপিত ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট বন্ধ হয়ে গেছে। বেশি টাকা খরচ হওয়ায় খুলনা সিটি কর্পোরেশন প্ল্যান্টটি বন্ধ রেখেছে বলে জানা গেছে। ফলে, পরিবেশ সুরক্ষায় কাজে আসছে না পাঁচ কোটি টাকার এই প্লান্ট।
খুলনায় রূপসা নদীর পাড় ঘেঁষে গড়ে ওঠা চিংড়ি মাছ প্রক্রিয়াজাতকরণ প্রতিষ্ঠানগুলোর দূষিত পানি শোধনের জন্য ২০১২ সালে গড়ে তোলা হয় ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট।২০১৬ সালের জানুয়ারিতে প্লান্টটি বুঝে নেয় কেসিসি। এটি চালালে মাসে প্রায় ৬০ হাজার টাকা খরচ হয়। এই অজুহাতে প্রায় চার বছর ধরে বন্ধ রয়েছে প্লান্টটি। ফলে ছ’টি পাম্পের মধ্যে পাঁচটিই নষ্ট হয়ে গেছে।চিংড়ি ব্যবসায়ীরা বলছে, প্লান্টটি বন্ধ থাকায় সরাসরি নদীতে পড়ছে দূষিত পানি। এতে পরিবেশ দূষনের শিকার হচ্ছে নতুন বাজার এলাকার মানুষ।
দীর্ঘদিন বন্ধ থাকায় নষ্ট হয়ে গেছে প্লান্টের বেশিরভাগ যন্ত্রপাতি। তারপরও রক্ষনাবেক্ষেন ও এটা চালুর বিষয়ে উদাসীন কেসিসি। মহানগরী ঘিরে বয়ে চলা ভৈরব ও রূপসাকে দূষনমুক্ত রাখতে প্লান্টটি চালুর দাবি জানিয়েছে পরিবেশ কর্মীরা। কেসিসি’র বর্জ্য ব্যবস্থাপনাকে পরিবেশবান্ধব করার দাবী জানিয়েছে নগরবাসী।