বন্ধ জুট মিল পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩৫:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ জুলাই ২০২১
- / ১৫৬১ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জে বন্ধ জুট মিল পুনরায় চালু ও শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের দাবিতে অবস্থান ধর্মঘট ও বিক্ষোভ সমাবেশ করেছে শ্রমিকরা।
সমাবেশে বক্তারা ঈদের আগেই পাওনা পরিশোধের দাবী জানান। অন্যথায় ঈদের পরে কঠোর কর্মসূচির হুশিয়ারী দেন। সমাবেশে শেষে একটি বিক্ষোভ মিছিল- মিল এলাকাসহ গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশ ও বিক্ষোভ মিছিলে মিলের শ্রমিক ছাড়াও পরিবারের অন্যান্য সদস্যরাও অংশ নেয়। জুটমিল শ্রমিক সমন্বয় কমিটির আহবায়ক মোহাম্মদ শহিদুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে জেলা বাসদ সমন্বয়ক নবকুমার কর্মকার, কমিউনিস্ট পার্টি সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি ইসমাইল হোসেন বক্তব্য রাখেন।




















