বন্ধ করে দেয়া হচ্ছে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন
- আপডেট সময় : ০৮:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ মার্চ ২০২২
- / ১৬৪৩ বার পড়া হয়েছে
বন্ধ করে দেয়া হচ্ছে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেন। শুরু হয়েছে পশুপাখি স্থানান্তর প্রক্রিয়া। এ নিয়ে জনমনে সৃষ্টি হয়েছে ক্ষোভ। জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানিয়েছেন, জমি সংক্রান্ত জটিলতায় জেলা প্রশাসনের আপত্তিতে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।
১৯৮৬ সালে কুমিল্লা শহরের কালিয়াজুরি মৌজায় ১০ দশমিক ১৫ একর জায়গা নিয়ে চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটি প্রতিষ্ঠিত হয়। চিড়িয়াখানায় বর্তমানে মাত্র ২৪টি পশুপাখি রয়েছে। এর মধ্যে রয়েছে তিনটি চিত্রা হরিণ, একটি ময়ূর, ৮টি বিভিন্ন প্রজাতির বানর, তিনটি বাজপাখি, দুটি মেছো বাঘ, একটি অজগর, দুটি খরগোশ, একটি কালাম পাখি ও তিনটি তিতির পাখি। বর্তমানে চিড়িয়াখানার অধিকাংশ খাঁচা শূন্য হয়ে পড়েছে। স্থানীয়রা জানান, চিড়িয়াখানাটি দেখতে অনেকেই আসে, কিন্ত বন্ধ থাকায় হতাশ হয়ে ফিরে যাচ্ছেন দর্শনার্থীরা।
চিড়িয়াখানাটি বন্ধ না করে সম্প্রসারণ করে আরো উন্নত ও সমৃদ্ধ করার দাবি স্থানীয়দের।
ইজারা বাতিল করায় ২০ লাখ টাকা ক্ষতিপুরণ দাবী করে উচ্চ আদালতের দারস্থ হয়েছেন ইজারাদার।
জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা জানায়, বর্তমানে জায়গাটি কুমিল্লা জেলা প্রশাসকের তত্বাবধানে থাকলেও চিড়িয়াখানায় থাকা পশুপাখির খাদ্য যোগান দিচ্ছেন জেলা পরিষদ কর্তৃপক্ষ।
গেল তিনযুগ ধরে জেলা পরিষদ তাদের তত্বাবধানে কুমিল্লা চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনটি পরিচালনা করে আসছিল। চিড়িয়াখানাটি রক্ষায় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে স্থানীয়রা।










