বনানীর রেইনট্রি হোটেলে ধর্ষণ মামলার রায় আগামী ১২ অক্টোবর
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৪৬:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ অক্টোবর ২০২১
- / ১৬০৪ বার পড়া হয়েছে
ঢাকার বনানীর রেইনট্রি হোটেলে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রীকে ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হবে আগামী ১২ অক্টোবর।
ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭ এর বিচারক বেগম কামরুন্নাহারের আদালত দু’পক্ষের শুনানি শেষে রায়ের দিন ঠিক করেন। আপন জুয়েলার্সের মালিকের ছেলে সাফাত আহমেদসহ পাঁচ জনের জামিন বাতিল করে কারাগারে পাঠিয়েছে আদালত। ২০১৭ সালের ২৮ মার্চ বন্ধুর সঙ্গে জন্মদিনের অনুষ্ঠানে গিয়ে বনানীর ‘দ্য রেইনট্রি’ হোটেলে অস্ত্রের মুখে ধর্ষণের শিকার হন বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী। ওই ঘটনায় বনানী থানায় আপন জুয়েলার্সের মালিক দিলদার আহমেদের ছেলে সাফাত আহমেদ, সাফাতের বন্ধু নাঈম আশরাফ ও সাদমান সাকিফ, গাড়িচালক বিল্লাল ও অজ্ঞাতনামা একজনের বিরুদ্ধে মামলা করেন তারা।



















