বনানীতে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানাতে জড়ো হন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

এস. এ টিভি
- আপডেট সময় : ১২:১৭:৫৯ অপরাহ্ন, বুধবার, ৩ নভেম্বর ২০২১
- / ১৫৬০ বার পড়া হয়েছে
৩ নভেম্বরের কর্মসূচিতে ঢাকার বনানীতে জাতীয় চার নেতার কবরে শ্রদ্ধা জানাতে জড়ো হন আওয়ামী লীগসহ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান তারা।শ্রদ্ধা জানিয়ে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, জেলহত্যার সাজাপ্রাপ্তদের দণ্ড কার্যকরের পর নেপথ্যের কুশলীবদের ভূমিকা উন্মোচনে কমিশন গঠনের চিন্তা ভাবনা চলছে। এই হত্যাকাণ্ডের মধ্য দিয়ে দেশে সাম্প্রদায়িক অপশক্তির উত্থান ঘটেছে উল্লেখ করে এই অপশক্তির বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ওবায়দুল কাদের।