বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের আলো এখন নিভু নিভু
- আপডেট সময় : ০৪:১৬:২০ অপরাহ্ন, সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫২০ বার পড়া হয়েছে
দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার হামিদপুর ইউনিয়নে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র। ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয়েছিল, উৎপাদন ছিলো ৫২৫ মেগাওয়াট বিদ্যুত। সেই বিদ্যুত কেন্দ্রের আলো এখন নিভু নিভু। এখন উৎপাদন হচ্ছে মাত্র ৬৫ মেগাওয়াট। বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের বর্তমান অবস্থা।
তিনটি ইউনিটে ৫২৫ মেগাওয়াট উৎপাদনের স্বপ্ন দেখানো হয়েছিল। উত্তরবঙ্গ হবে আলোকিত, শিল্পাঞ্চল পাবে গতি, কৃষকের জমিতে সেচের হবে নিরবিচ্ছিন্ন। বিদ্যুতের আলোতেই হাসি ফুটবে সাধারণ মানুষের মুখে। কিন্তু স্বপ্নের সেই আলো আজ মলিন। তাই, হতাশার সুর স্থানীয়দের মুখে।
যে স্বপ্নে স্থানীয়রা জমি দিয়েছেলেন, সেই স্বপ্ন এখন ফিকে হয়ে গেছে। বিদ্যুৎ তো দূরের কথা— টিউবওয়েলে উঠে না পানি। বিদ্যুতের লোডশেডিংয়ে বিকল হচ্ছে ফ্রিজ। হতাশার কষ্টে পুড়ছেন সাধারণ মানুষ।
এদিকে তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী জানালেন, দেশের বিভিন্ন বিদ্যুৎ কেন্দ্র ফুয়েল সংকটে আছে।বর্তমানে ১২৫ মেগাওয়াট এর স্থলে ৬৫ মেগাওয়াট সরবরাহ করা সম্ভব হচ্ছে জাতীয় সঞ্চালন লাইনে। কাজ চলছে, সমস্যার সমাধানে।
বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্রের তিনটি ইউনিটের মধ্যে চলছে মাত্র একটি। উত্তরাঞ্চলের মানুষের স্বপ্ন সংশ্লিষ্টরা নতুন করে পরিকল্পনা করবেন। তাতে যেনো দূর হয় বিদ্যুতের জন্য হাহাকার।
















