বঙ্গোপসাগর থেকে প্রায় দেড় শতাধিক জেলেকে উদ্ধার

এস. এ টিভি
- আপডেট সময় : ০২:২৩:০৩ অপরাহ্ন, রবিবার, ২১ অগাস্ট ২০২২
- / ১৫৯৩ বার পড়া হয়েছে
পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগর থেকে প্রায় দেড় শতাধিক জেলেকে উদ্ধার করা হয়েছে। তাদের মৎস্য অবতরণ কেন্দ্রে রাখা হয়েছে।
মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওয়ায় ১৮টি ট্রলারের জেলেরা ঝামেলায় পড়ে। গেলো সন্ধ্যা থেকে রাত এগারোটা পর্যন্ত মৎস্য আড়ৎ মালিক সমিতির উদ্ধারকারী ট্রলারসহ স্থানীয়রা সুন্দরবনসহ সাগরের বিভিন্ন পয়েন্ট থেকে তাদের উদ্ধার করা হয়। এখনো নিখোঁজ রয়েছে জেলার অন্তত আড়াইশ জেলেসহ ১৬টি মাছ ধরা ট্রলার। অপরদিকে, ১১ জেলেকে ভারতের রায়দীঘির জেলেরা উদ্ধার করেছে।
এদিকে, ঝড়ের কবলে পড়া ৬৫ জেলেকে সুন্দরবনের কুকরাখালী নামক স্থান থেকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া অধিকাংশ জেলের বাড়ি বরগুনা জেলায়। তারা বঙ্গোপসাগরে মাছ ধরছিলেন। জেলেরা জানায়, তারা পাঁচটি নৌকায় ছিলেন। তিনটি নৌকার সন্ধান পাওয়া গেছে। এসব জেলেকে তাদের বাড়ির উদ্দেশে পাঠানোর প্রস্তুতি চলছে।