বঙ্গোপসাগরে লঘুচাপে পায়রা সমুদ্র বন্দরে তিন নম্বর সর্তক সংকেত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৫৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ জুন ২০২৪
- / ১৭৭৪ বার পড়া হয়েছে
পটুয়াখালী বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপে, পায়রা বন্দরে তিন নম্বর সর্তকতা সংকেত দেওয়া হয়েছে। উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত অব্যাহত আছে।
সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত তিন ঘন্টায় জেলায় ৯ দশমিক ৪ মিলিমিটার ও ২৪ ঘন্টায় বৃষ্টিপাত ১৭ দশমিক মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে পটুয়াখালী আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্র। এদিকে লঘুচাপের প্রভাবে, উপকূল এবং সমুদ্র বন্দরসমূহের উপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার আশংকায়, উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি চলাচল করতে বলা হয়েছে। আবহাওয়া অফিস জানায়, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, সিলেট, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।