বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনা মোস্তাক-জিয়া মিলে করেছিলো : মায়া

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৯:১১ অপরাহ্ন, সোমবার, ২২ অগাস্ট ২০২২
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান সরাসরি জড়িত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার মূল পরিকল্পনা মোস্তাক-জিয়া মিলে করেছিলো।
সকালে জাতীয় প্রেসক্লাবে সম্প্রীতির বাংলাদেশ আয়োজিত ‘পঁচাত্তরের ১৫ আগষ্টের ধারাবাহিকতায় ২১ আগষ্ট’ শীর্ষক আলোচনা সভায় একথা বলেন মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া। তিনি বলেন, বিএনপির পায়ের তলায় মাটি নেই। তারা বঙ্গবন্ধু পরিবারকে হত্যা করে দেশকে ধ্বংস করে নিজেদের স্বপ্ন বাস্তবায়ন করতে চায়। বঙ্গবন্ধুর খুনী পরিবারগুলোকে চিহ্নিত করে জাতির সামনে এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান মায়া।