বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশ স্থগিত

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৪৮:৫৯ অপরাহ্ন, রবিবার, ১৫ মার্চ ২০২০
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় আয়োজিত শিশু সমাবেশ স্থগিত করা হয়েছে।
প্রধানমন্ত্রীর একান্ত সহকারী সচিব-এক কাজী নিশাত রসুল সই করা চিঠিতে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা প্রশাসক শাহিদা সুলতানা।
গত ৫ মার্চ প্রধানমন্ত্রীর একান্ত সহকারী একান্ত সচিব-এক কাজী নিশাত রসুলের সই করা চিঠিতে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লেক্সে শিশু সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যোগ দেবেন বলে জানানো হয়। এরপর ১২ মার্চ পাঠানো ফ্যাক্স বর্তায় সংশোধিত কর্মসূচিতে শিশু সমাবেশ স্থগিত করা হয়। ফলে টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা শুধুমাত্র বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ এবং বিশেষ মোনাজাতে অংশ নেবেন।