বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের উদ্বোধন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৪৫:৩৮ অপরাহ্ন, রবিবার, ৩ জুলাই ২০২২
- / ১৭০১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়ের লালমনিরহাট ক্যাম্পাসের একাডেমিক সেশন উদ্বোধন করা হয়েছে।
বিমান বাহিনী প্রধান মার্শাল শেখ আব্দুল হান্নান সেশনের উদ্বোধন করেন। এর আগে তিনি গাংচিল রেসিডেন্সিয়াল ভবনও উদ্বোধন করেন। এ সময় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ নজরুল ইসলাম অতিথিদের স্বাগত জানান। অনুষ্ঠানে বিমানবাহিনীর উচ্চ পদস্থ কর্মকর্তা, লালমনিরহাট জেলা প্রশাসন কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের নাগরিকরা উপস্থিত ছিলেন। ২৬ জুন বিশেষায়িত এ বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু হয়।