বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের জার্সি উন্মোচন করলো মিনিস্টার গ্রুপ রাজশাহী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:২২:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
আসন্ন বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপকে সামনে রেখে জার্সি উন্মোচন করলো মিনিস্টার গ্রুপ রাজশাহী। দুপুরে গুলশানস্থ মিনিস্টারের হেড অফিসে জার্সি উন্মোচন করা হয়।
একই সঙ্গে অধিনায়কের নাম ঘোষণা করে মিনিস্টার গ্রুপ রাজশাহী। নাজমুল হোসেন শান্ত’র কাধে দেয়া হয়েছে অধিনায়কের দায়িত্ব। এসম উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ও এফবিসিসিআইয়ের পরিচালক এম এ রাজ্জাক খান রাজ। এছাড়া উপস্থিত ছিলেন দলটির কোচ সারওয়ার ইমরান ও ম্যানেজার সাবেক ক্রিকেটার হান্নান সরকারসহ টিমের খেলোয়াড়রা। এসময় দল নিয়ে সন্তুষ্টি’র কথা জানান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। ২৪ নভেম্বর উদ্বোধনী ম্যাচে বেক্সিকো ঢাকার মুখোমুখি হবে রাজশাহী।