বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফিরতি পর্বের লড়াইয়েও বরিশালের বিপক্ষে সহজ জয় পেয়েছে খুলনা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩৭:৩৮ অপরাহ্ন, শুক্রবার, ৪ ডিসেম্বর ২০২০
- / ১৫৬২ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপের ফিরতি পর্বের লড়াইয়েও বরিশালের বিপক্ষে সহজ জয় পেয়েছে খুলনা। তামিমের দলকে ৪৮ রানে হারিয়েছে সাকিব-মাহমুদউল্লাহরা।
টস হেরে আগে ব্যাট করে ১৭৩ রানের সংগ্রহ দাঁড় করায় খুলনা। জবাবে, শুরুটা ভালোই করেছিল বরিশাল। কিন্তু শুভাগত হোমের এক ওভারে জোড়া উইকেট হারানোর পর আর ঘুরে দাঁড়াতে পারেনি তামিমের দল। বড় রান তাড়া করতে নেমে মারমুখী ভঙ্গিতেই শুরু করেন তামিম ইকবাল। ২১ বলে ৩২ রান আসে তামিমের ব্যাট থেকে। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন করেন ১৯ রান। তবে এ দুজনের বিদায়ের পর বিপর্যয়ে পড়ে বরিশাল। শেষ পর্যন্ত ১২৫ রানে অল আউট হয় তামিমরা। এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ১৭৩ রানের লড়াকু ইনিংস গড়ে খুলনা। সর্বোচ্চ ৬৩ রান করেন জাকির হোসেন। এ ম্যাচেও ব্যর্থ সাকিব, ফিরেছেন ১৪ রান। মাহমুদউল্লাহ করেছেন ২৪ রান।



















