বঙ্গবন্ধুর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে ‘সবুজ বাংলাদেশ’ এর উদ্যোগে মাসব্যাপী কর্মসূচি
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:৫৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২০
- / ১৭৯৮ বার পড়া হয়েছে
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে নোয়াখালীর সোনাইমুড়ীতে ‘সবুজ বাংলাদেশ’ সংগঠনের উদ্যোগে মাসব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে। সকালে জয়াগ কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় আলোচনা সভা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাটখিল উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর কবির। সবুজ বাংলাদেশ সংগঠনের নোয়াখালী জেলা সাধারণ সম্পাদক, বিশিষ্ট সমাজ সেবক মহিন উদ্দিন বিকমের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ ফ ম বাবুল বাবু, বিশিষ্ট সমাজ সেবক নুর মোহাম্মদ ভুইয়াসহ অনেকে।





















