বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১শ’ ৪২ জন যুগ্ম সচিব
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৪৬:৪৬ অপরাহ্ন, সোমবার, ১ নভেম্বর ২০২১
 - / ১৬০৯ বার পড়া হয়েছে
 
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ২০ তম ব্যাচের সদ্য পদোন্নতিপ্রাপ্ত ১শ’ ৪২ জন যুগ্ম সচিব।
প্রধানমন্ত্রীর একান্ত সচিব মনিরা বেগম এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক আল মামুন মুর্শেদের নেতৃত্বে পুষ্পস্তবক অর্পণ করেন পদোন্নতিপ্রাপ্ত ১শ’ ৪২ জন যুগ্ম সচিব। পরে বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। বঙ্গবন্ধু সমাধি সৌধ কমপ্লেক্সও ঘুরে দেখেন তারা।
																			
																		














