বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি করা কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক
এস. এ টিভি
- আপডেট সময় : ১২:২৭:১৪ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৬২৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ম্যুরাল নির্মাণ নিয়ে কটূক্তি করা কাটাখালি পৌরসভার মেয়র আব্বাস আলীকে আটক করা হয়েছে।
রাজধানীর হোটেল রাজমনি ইশা খাঁ থেকে বুধবার সকাল সাড়ে ৬টার দিকে তাকে আটক করে রেব। পরে এক সংক্ষিপ্ত সংবাদ সম্মেলনে রেবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, মেয়র আব্বাসের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকেই তাকে খোঁজা হচ্ছিল। ২৩ নভেম্বর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তার দেশত্যাগের পরিকল্পনা ছিল বলেও জানান রেব কর্মকর্তা। এর আগে ২৪ নভেম্বর বিকালে দলীয় কার্যালয়ে পবা উপজেলা আওয়ামী লীগের জরুরি বৈঠকে আব্বাসকে পৌর আওয়ামী লীগের আহ্বায়কের পদ থেকে বহিষ্কার করা হয়।















