বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে ইসলামি দলগুলোর বিরোধীতার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে

- আপডেট সময় : ০১:৫৬:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২০
- / ১৫৯৯ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে ইসলামি দলগুলোর বিরোধীতার বিষয়টি সরকার পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে বাংলাদেশে ভারতের নবনিযুক্ত হাই কমিশনার বিক্রম কুমার দোরাইস্বামীর সাথে সাক্ষাত শেষে সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
বৈঠক শেষে ওবায়দুল কাদের সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, বাংলাদেশে সাম্প্রদায়িকতার কোন স্থান নেই। বঙ্গবন্ধু বাংগালীর অবিসংবাদিত নেতা ও জাতির পিতা। তাঁর ভাস্কর্য স্থাপনে হঠাৎ বিরোধীতার পিছনে কোন মহলের ইন্ধন আছে কিনা তা খতিয়ে দেখা হবে। সকালে সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রনালয়ে মন্ত্রীর সাথে দেখা করতে আসেন ভারতীয় হাই কমিশনার । এসময় বৈঠকে দু দেশের পারস্পারিক সম্পর্ককে এগিয়ে নিতে বেশ কয়েকুটি বিষয় নিয়ে কথা বলেন তারা। বিক্রম কুমার দোরাইস্বামী বলেন, ভারত সব সময়ই বাংলাদেশের সাথে বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রাখতে চায়।