বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৭:২৬:০১ অপরাহ্ন, সোমবার, ৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩১ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে সাভার, নেত্রকোনা, মাগুরা, গোপালগঞ্জ, খুলনা, ঝিনাইদহ, মানিকগঞ্জ, পাবনা ও ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। কর্মসুচি থেকে দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান বক্তারা।
সাভারে ধর্মীয় উগ্রবাদ ও মৌলবাদী গোষ্ঠীর অপকর্মের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে উপজেলা আওয়ামী লীগ। উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীবের নেতৃত্বে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা এতে অংশ নেন।
নেত্রকোনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বক্তারা দোষীদের গ্রেফতার করে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। এতে মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানরা অংশ নেন।
ময়মনসিংহে দুষ্কৃতিকারীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল, সমাবেশ এবং স্মারকলিপি প্রদান করা হয়েছে।
গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগ কার্যালয় চত্ত্বর থেকে স্বেচ্ছাসেবক লীগ ও সরকারি বঙ্গবন্ধু কলেজ চত্বর থেকে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল করেছে।
খুলনায় মানববন্ধন করেছে মহানগর মহিলা আওয়ামী লীগ। দলীয় কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঝিনাইদহে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে জেলা আইনজীবী সমিতি। এসময় তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
মানিকগঞ্জে জাতীয় মহিলা সংস্থা, উদীচী ও একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির উদ্যাগে মানবন্ধন ও ভাস্কর্য নিয়ে অপপ্রচাররোধে লিফলেট বিতরণ করা হয়েছে।
পাবনায় মানববন্ধন করেছে স্বাধীনতা শিক্ষক পরিষদ। এছাড়া, পাবনা প্রেসক্লাবের সামনে আব্দুল হামিদ রোডে মানববন্ধন করে আওয়ামী লীগ।



















