বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অগ্নিসংযোগকারীরা দেশকে অস্থিতিশীল করতে চায়ঃ তথ্য প্রতিমন্ত্রী

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫৫:৩৬ অপরাহ্ন, রবিবার, ২৮ মার্চ ২০২১
- / ১৫৪৫ বার পড়া হয়েছে
তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান বলেছেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীতে যারা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে অগ্নিসংযোগ ও ম্যুরাল ভাংচুর করে, তারা দেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করতে চায়।
এদের বিরুদ্ধে সবাইকে সোচ্চার হবার আহ্বান জানান তিনি। দুপুরে জামালপুরের সরিষাবাড়িতে উন্নয়ন মেলা উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। উপজেলা নির্বাহী কর্মকর্তা শিহাবউদ্দিন আহমেদের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন, সরিষাবাড়ি উপজেলা চেয়ারম্যান গিয়াসউদ্দিন পাঠানসহ আরো অনেকে।