বঙ্গবন্ধুর পরিবার জাতির জন্য গৌরবের সাথে কাজ করে যাচ্ছেন

এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:২৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৪ অক্টোবর ২০২১
- / ১৬০৭ বার পড়া হয়েছে
‘বঙ্গবন্ধু বলতেন মানুষের কল্যাণে যা কিছু করা সেটাই সেবা, সেটাই রাজনীতি। বঙ্গবন্ধু কন্যা একই কথা বলেন। বঙ্গবন্ধুর পরিবার জাতির জন্য গৌরবের সাথে কাজ করে যাচ্ছেন’ এমন মন্তব্য করেছেন- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রবিবার রাতে জেদ্দার একটি হোটেলে বাংলাদেশ কৃশকলীগ সৌদি আরব সাখার উদ্বেগে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কৃশকলীগ সৌদি আরব সাখার সভাপতি কামরুল হাসান জুয়েল এর সভাপতিত্বে ও জেদ্দা মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ সোহেল রানার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেদ্দা কনস্যুলেটের কনসাল জেনারেল মোহাম্মদ নাজমুল হক, শ্রম কাউন্সেলর আমিনুল ইসলামসহ আওয়ামীলীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থতি ছিলেন।