বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সাতক্ষীরার দুই হতদরিদ্র যুবককে ভ্যান দিয়েছে বিজিবি

এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:০০:৪৭ অপরাহ্ন, বুধবার, ১৮ মার্চ ২০২০
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে সাতক্ষীরার দুই হতদরিদ্র যুবককে ভ্যান দিয়েছে বিজিবি।
মঙ্গলবার বিকেলে সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল গোলাম মহিউদ্দীন খন্দকার তাদের হাতে ভ্যান দুটি তুলে দেন। যাদেরকে ভ্যান দেয়া হয়েছে তারা হলেন, সদর উপজেলার ভোমরা ইউনিয়নের লক্ষ্মীদাড়ী গ্রামের বাবর আলী গাজীর ছেলে ভোমরা স্থল বন্দরের শ্রমিক শরিফুল ইসলাম ও একই উপজেলার কুশখালী গ্রামের হাসান আলী সরদারের প্রতিবন্ধী ছেলে আল-আমিন সরদার। এ সময় সাতক্ষীরা ৩৩ বিজিবি ব্যাটেলিয়নের অপারেশন অফিসার মেজর রেজা আহমেদ, সহকারী পরিচালক মোঃ শামছুল আলমসহ বিজির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।