বগুড়া এক ব্যক্তি গুলিতে ও সাতক্ষীরায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জেরে আম ব্যবসায়ী হত্যা

এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:২৮:০৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১
- / ১৬০২ বার পড়া হয়েছে
বগুড়ার শাজাহানপুরে মোজাফ্ফর হোসেন নামের এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। সাতক্ষীরায় নিহত হয়েছে আম ব্যবসায়ী।
স্থানীয়রা জানায়, মোজাফ্ফর হোসেন একটি সিএনজি চালিত অটোরিকশায় বগুড়া শহরের দিকে যাচ্ছিলেন। মাঝপথে জোড়া কৃষি কলেজের সামনে মটর সাইকেল যোগে আসা একদল দুর্বৃত্ত অটোরিকশার গতিরোধ করে। পরে তারা মোজাফ্ফর হোসেনকে গুলি করে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। তার বুকের বাম পাশে একটি গুলির চিহ্ন রয়েছে।
সাতক্ষীরার দেবহাটা উপজেলায় জমি-জমা সংক্রান্ত বিরোধের জের ধরে ছাই ফেলাকে কেন্দ্র করে মারপিটে আম ব্যবসায়ী রফিকুল ইসলাম নিহত হয়েছে। সকাল ৯ টার দিকে দেবহাটা উপজেলার মাটিকোমড়া গ্রামে ঘটেছে। নিহত ব্যক্তি মাটিকোমড়া গ্রামের মোজাম্মেল সরদারের ছেলে।