বগুড়ায় হত্যা মামলার প্রধান আসামীকে কুপিয়ে হ*ত্যা করেছে দূর্বৃত্তরা
 
																
								
							
                                
                              							  এস. এ টিভি									
								
                                
                                - আপডেট সময় : ০৫:৫২:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৬৯২ বার পড়া হয়েছে
বগুড়ার ধুনটে কৃষক রনজু হত্যা মামলার প্রধান আসামী সুলতান আলীকে কুপিয়ে হত্যা করেছে দূর্বৃত্তরা। গেল রাতে উপজেলার শৈলমারী গ্রামে এ ঘটনা ঘটে ।
পুলিশ জানায়, সন্ধ্যায় সুলতান আলী বাড়ি থেকে ৪০০ মিটার দূরে জলাশয়ের মাছ শিকার করতে যায়। এসময় দূর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করে । স্থানীয় লোকজন সেখানে মাছ শিকার করতে গিয়ে বিষয়টি টের পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশের পরিদর্শক রাজ্জাকুল ইসলাম জানান হত্যাকান্ডের সাথে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান চলছে।
রাঙ্গামাটি সদর উপজেলার কাপ্তাই হ্রদে ভাসমান অবস্থায় যুবকের মরদেহ পাওয়া গেছে। পুলিশ জানায়, উদ্ধার করা মৃত যুবকের নাম ইলিয়াস হোসেন কাঞ্চন। সে বরকল উপজেলা সদরের আলী আকবরের ছেলে।

 
																			 
																		























