বগুড়ায় মাছ ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে হত্যা
এস. এ টিভি
- আপডেট সময় : ০৩:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০১৯
- / ১৬৪৮ বার পড়া হয়েছে
বগুড়ায় আব্দুর রহিম নামে এক মাছ ব্যবসায়ীকে প্রকাশ্য কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সকালে সদরের অদ্দিরখোলা বাজারের রাস্তায় এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, আব্দুর রহিম মোটর সাইকেল নিয়ে বগুড়া শহরের যাচ্ছিলেন। এ সময় অদ্দিরখোলা বাজারের সামনে দুর্বৃত্তরা তার মোটর সাইকেল থামিয়ে কুপিয়ে পালিয়ে যায় । খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়। বগুড়া সদর থানার ওসি এস এম বদিউজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, কি কারণে আব্দুর রহিমকে হত্যা করা হয়েছে তা এখনো জানা যায়নি।















