বগুড়া শহরের ড্রেনেজ ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে

- আপডেট সময় : ০১:৪৯:৪৮ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২০
- / ১৫৬৩ বার পড়া হয়েছে
বগুড়া শহরের ড্রেনেজ ব্যবস্থা বেহাল হয়ে পড়েছে। সামান্য বৃষ্টিতেই তলিয়ে যাচ্ছে প্রধান সড়কগুলো। নিয়মিত ড্রেন পরিষ্কার করেনা পৌর কর্তৃপক্ষ। পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দিন দিন অসহয়নী হয়ে উঠছে পরিস্থিতি। এতে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে পৌরবাসীকে।
পুকুর কিংবা জলাশয়ের মতো মনে হলেও, এটি বগুড়া শহরের একটি প্রধান সড়ক। শহরের কেন্দ্রস্থল– সাতমাথা, থানা রোড, বাদুড়তলা, সবুজবাগ এলাকাসহ কয়েকটি সড়কে সামান্য বৃষ্টিতেই এমন জলাবদ্ধতা তৈরি হয়। বছরের পর বছর ধরে একই অবস্থা। সড়কে পায়ে হেঁটে তো দূরের কথা, যানবাহনও চলাচল করতে পারেনা।
জলাবদ্ধতায় সব ধরনের ব্যবসায় নেমে এসেছে স্থবিরতা। বেড়েছে নাগরিক দুর্ভোগ। এই অবস্থা থেকে মুক্তি চায় শহরবাসী।
প্রয়োজনীয় বরাদ্দ পেলে জলাবদ্ধতা দুর করা হবে বলে জানান, পৌর মেয়র। দেশের সবচেয়ে বড় ও প্রাচীন এই পৌরসভায় নাগরিক বেড়েছে, কিন্ত বাড়েনি সুবিধা।