বগুড়ায় ধসে গেছে প্রধানমন্ত্রীর দেয়া গৃহহীনদের ঘর

- আপডেট সময় : ০৫:২৯:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ জুলাই ২০২১
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বগুড়ায় গৃহহীনদের জন্য প্রধানমন্ত্রীর দেয়া কয়েকটি বাড়ি ধসে পড়েছে। কোথাও আবার অল্প বৃষ্টির পানিতেই ভেসে যাচ্ছে ঘর। নির্মাণ কাজে অনিয়মের অভিযোগ ওঠায় প্রশাসন বলছে, ক্ষতিগ্রস্ত নতুন ঘরগুলো আবার সংস্কার করা হচ্ছে। এদিকে, দুর্নীতির অভিযোগে শেরপুরের সাবেক ইউএনও লিয়াকত আলীকে ওএসডি করা হয়েছে।
ভূমিহীনদের জমি ও বাড়ির স্বপ্ন পূরণের উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মুজিববর্ষ উপলক্ষে বগুড়ায় দুই দফায় দু’হাজার ৩০৯ জনকে জমি আর বাড়ি উপহার দেন। নতুন বাড়ি পেয়ে এখন দুশ্চিন্তায় পড়েছেন অসহায় মানুষগুলো। শেরপুরের খানপুরের আটটি ঘর ধসে পড়েছে। শাজাহানপুরের নয়টি বাড়ি বৃষ্টির পানিতে তলিয়ে গেছে। আরো কয়েক জায়গায় একই অবস্থা।
বাসিন্দাদের অভিযোগ, নির্মাণ কাজে ত্রুটি আছে। নিম্নমানের মালামাল ব্যবহার করা হয়েছে। চলাচলের রাস্তা ও বিদ্যুৎ ব্যবস্থাও নেই।দ্রুত সংস্কারের উদ্যোগ নেয়া হচ্ছে বলে জানান, শাজাহানপুরের উপজেলা নির্বাহী অফিসার।
গৃহহীনদের স্বপ্নের বাড়ি বসবাসের উপযোগী করতে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছে, স্থানীয়রা