বগুড়ায় দু’র্বৃত্তের ছু’রিকাঘাতে এক ব্যক্তি খু’ন

- আপডেট সময় : ০৭:৩১:৪১ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
- / ১৬১৫ বার পড়া হয়েছে
বগুড়ার গোদারপাড়ায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে রবিউল ইসলাম রবিন ও কুড়ালের আঘাতে আবদুল বারী চান নামে দু’ব্যাক্তি খুন হয়েছে।
পুলিশ জানায়, রাতে রবিউলের উরুতে দুর্বৃত্তরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয় তার। হত্যাকান্ডের কারণ এখনো জানা যায়নি। পুলিশ তদন্ত শুরু করেছে। অন্যদিকে, দুর্বৃত্তদের কুড়ালের আঘাতে গুরুতর আহত শিক্ষানবিশ আইনজীবী আবদুল বারী চান সকালে চিকিৎসাধীন অবস্থায় একই হাসপাতালে মারা যান।
ঝিনাইদহ শৈলকুপায় মাঠ থেকে এক যুবকের অর্ধ-গলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ৫ দিন আগে নিখোঁজ হৃদয়। দুবৃর্ত্তরা তাকে হত্যা করে ঘটনাস্থলে ফেলে রেখে গেছে বলে ধারণা করছে পুলিশের।
নাটোরে মকবুল কারিগর ওরফে মোবারক নামে আরও এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে সদর উপজেলার হালসা গ্রামের একটি লেবু বাগানে থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।