বক্সিং ডে টেস্টের নিয়ন্ত্রণে ভারত
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৪৫:০২ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৮ বার পড়া হয়েছে
বক্সিং ডে টেস্টের নিয়ন্ত্রণে ভারত। মেলবোর্নে রাহানের সেঞ্চুরিতে দ্বিতীয় দিন শেষে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৮২ রানে এগিয়ে সফরকারীরা। ৫ উইকেটে ২৭৭ রান নিয়ে দিন শেষ করেছে রাহানের দল।
১ উইকেটে ৩৬ রান নিয়ে দ্বিতীয় দিন শুরু করে ভারত। প্যাট কামিন্সের শিকার হয়ে শুভমান গিল আউট হন ৪৫ রানে। ১৭ রান করেছেন আগের দিনের আরেক অপরাজিত ব্যাটসম্যান চেতেশ্বর পূজারা। মিডলঅর্ডারে সুবিধা করতে পারেননি হনুমা বিহারি, ঋষভ পান্ত। বিহারি ২১ আর পান্ত করেছেন ২৯ রান। দলের হাল ধরে থাকা রাহানে সেঞ্চুরি তুলে অপরাজিত ১০৪ রানে। ৪০ করে তার সঙ্গী রবীন্দ্র জাদেজা। মিচেল স্টার্ক, প্যাক কামিন্সের শিকার ২টি করে উইকেট। প্রথম ইনিংসে ১৯৫ রানে অল আউট হয় অস্ট্রেলিয়া। চার ম্যাচের সিরিজে ১-০ তে এগিয়ে অজিরা।






















