বক্সিং ডে’র ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, এভারটন
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৫:০৮ অপরাহ্ন, রবিবার, ২৭ ডিসেম্বর ২০২০
- / ১৫৪৭ বার পড়া হয়েছে
বক্সিং ডে’র ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, এভারটন। কিং পাওয়ার স্টেডিয়ামে দুইবার এগিয়ে গিয়েও লেস্টারের সাথে ২-২ গোলে ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড।
নর্থ লন্ডন ডার্বিতে চেলসিকে ৩-১ গোলে বিধ্বস্ত করেছে আর্সেনাল। নিউক্যাসলের সাথে ম্যানচেস্টার সিটির জয় ২-০ ব্যবধানে। এছাড়া, শেফিল্ডকে ১-০ গোলে হারিয়ে টেবিলের দুইয়ে উঠেছে এভারটন। চেলসি’র বিপক্ষে ম্যাচের ৩৪ মিনিটে পেনাল্টি থেকে আর্সেনালকে এগিয়ে নেন আলেকজান্দ্রে লাকাজেত। ৪৪ মিনিটে ব্যবধান ২-০ গ্রানিত শাকার গোলে। ৫৬ মিনিটে বুকাইয়ো সাকার গোলে স্কোরলাইন দাঁড়ায় ৩-০। ৮৫ মিনিটে ট্যামি আব্রাহামের গোলে ব্যবধান কমালেও, হার এড়াতে পারেনি টেবিলের সাতে থাকা চেলসি। এদিকে, এমিরেটস স্টেডিয়ামে ২-০ গোলের জয়ে পয়েন্ট টেবিলে ওপরে উঠেছে ম্যানচেস্টার সিটি। ১৪ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে পাঁচে গার্দিওলা শিষ্যরা।






















