বকেয়া বেতন ভাতার দাবিতে নারায়ণগঞ্জে মহাসড়ক অবরোধ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৫১:৪৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জুলাই ২০২১
- / ১৫৭৯ বার পড়া হয়েছে
নারায়ণগঞ্জের রূপগঞ্জে বকেয়া বেতন ও ওভারটাইম পরিশোধের দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সজীব গ্রুপের অঙ্গ প্রতিষ্ঠান হাসেম ফুড লিমিটেডের শ্রমিকরা।
দুপুরে, উপজেলার কর্ণগোপ এলাকায় মহাসড়ক অবরোধ করে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে বিক্ষুব্ধ শ্রমিকরা। এতে মহাসড়কের দুইপাশে পণ্যবাহী পরিবহণের যানজট সৃষ্টি হয়। ঘটনাস্থলে যাওয়া ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ নাজিম উদ্দিন জানান, মালিকপক্ষের সঙ্গে কথা হয়েছে। আগামী ৫ জুলাই শ্রমিকদের ২ মাসের বকেয়া ওভারটাইমের টাকা পরিশোধ করা হবে।অপরিশোধিত বকেয়া বেতন ঈদের আগে পরিশোধ করা হবে। এমন আশ্বাসে সড়ক অবরোধ প্রত্যাহার করে শ্রমিকরা।


















