বকেয়া বেতন পরিশোধের দাবিতে পোষাক শ্রমিকদের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২৭:১৯ অপরাহ্ন, শনিবার, ২৬ ডিসেম্বর ২০২০
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
বকেয়া বেতন পরিশোধের দাবিতে গাজীপুরে টানা তৃতীয় দিন রাস্তা আটকে রেখে বিক্ষোভ করেছে স্টাইল ক্রাফটস পোশাক কারখানার শ্রমিকরা।
সকাল থেকে ঢাকা-জয়দেবপুর তিনসড়ক এলাকায় বিদ্যুতের খুঁটি ফেলে রাস্তা বন্ধ করে আন্দোলন করছে তারা। বিক্ষোভরত শ্রমিকদের অভিযোগ, ওই কারখানায় গেলো সেপ্টেম্বর ও অক্টোবরে ৬৫ শতাংশ বেতন দেয়া হয়েছে। নভেম্বরের বেতন নিয়ে চলছ তালবাহানা। কারখানা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এ অবস্থায় বকেয়া পাওনা পরিশোধের দাবিতে কারখানা শ্রমিকরা বৃহস্পতিবার বিকেল থেকে অবস্থান নিয়ে বিক্ষোভ করেছে। এদিকে বিক্ষোভের কারণে যাত্রীরা দুর্ভোগে পড়েন। একারণে যানবাহনগুলো অন্যরাস্তা দিয়ে ঘুরিয়ে যানবাহন সচল রাখে আইনশৃঙ্খলা বাহিনী।