বকেয়া বেতনের দাবিতে সাভারের আশুলিয়ায় পোশাক শ্রমিকদের বিক্ষোভ

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:৫২ অপরাহ্ন, সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫০ বার পড়া হয়েছে
সাভারের আশুলিয়ায় শ্রমিকদের দুই মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানা বন্ধ করে পালিয়েছে মালিক। এ ঘটনায় বন্ধ কারখানা খুলে দেয়া ও বকেয়া বেতনের দাবিতে কারখানার সামনে বিক্ষোভ মিছিল করেছে শ্রমিকরা।
বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন ওই কারখানার শ্রমিকরা। তারা জানায়, আশুলিয়ার কাঠগড়া এলাকার টেক্স ওয়ার্ল্ড কারখানায় কাজ করছিলেন ১৪০ জন নারী ও পুরুষ শ্রমিক। পরে শ্রমিকদের দু’মাসের বকেয়া বেতন না দিয়ে কারখানার মালিক নয়ন অনির্দিষ্ট কালের জন্য বন্ধ ঘোষণা করেন ১ সেপ্টেম্বর। পরে গতকাল শ্রমিকদের বেতন-ভাতা দেয়ার কথা থাকলেও তা দেয়া হয়নি। এরই জেরে সকাল থেকে দুপুর পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে বিক্ষোভ করেন। বেতন না পাওয়া পর্যন্ত শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করবেন বলে জানিয়েছেন।